বিতর্কের শিরোনামে থাকা কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে এ বার আইনি লড়াইয়ে নামলেন বিখ্যাত গীতিকার জাভেদ আখতার। শনিবার বম্বে হাইকোর্টে একটি পিটিশন দাখিল করে জাভেদ আবেদন জানিয়েছেন, কঙ্গনার পাসপোর্ট যাতে পুনর্নবীকরণ, অর্থাৎ রিনিউ না করা হয়। নিজের দাবির সমর্থনে বর্ষীয়ান এই ব্যক্তিত্বের যুক্তি, অভিনেত্রী দ্রুত নিজের পাসপোর্টের পুনর্নবীকরণ চেয়ে আদলতকে এমন কিছু তথ্য দিয়েছেন যা পুরোপুরি সত্য নয়। আদালতকে কঙ্গনা বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেই দাবি করেছেন জাভেদ।কঙ্গনার পাসপোর্টের পুনর্নবীকরণ রুখতে চেয়ে জাভেদ আখতার পালটা দাবি করেছেন, অভিনেত্রী ২০২০ সালের নভেম্বর মাসে একটি টেলিভিশনের সাক্ষাৎকার চলাকালীন আপত্তিকর কিছু মন্তব্য করেন। যার প্রতিবাদে কঙ্গনার বিরুদ্ধে মানহানীর একটি ফৌজদারি মামলা দায়ের করেন জাভেদ। সেই মামলার তদন্ত বা শুনানি এখনও শুরু হয়নি। এমনটাই দাবি বর্ষীয়ান এই গীতিকারের