করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার দশ দিনের মধ্যেই পুরোপুরি সুস্থ কঙ্গনা রানাওয়াত। অভিনেত্রীর কোভিড রিপোর্ট নেগেটিভ এল মঙ্গলবার। অভিনেত্রী ইনস্টাগ্রামে এই খবর জানানোর পাশাপাশি নিন্দুকদের বিঁধতেও ছাড়েননি।
ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন- ‘সকলকে নমস্কার….আজ আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি অনেক কিছু বলতে চাই যে কীভাবে এই ভাইরাসের বিরুদ্ধে আমি জয়ী হলাম কিন্তু আমাকে বলা হয়েছে কোভিড ফ্যান ক্লাবদের কষ্ট না দিতে… হ্যাঁ, এমন অনেক মানুষজন রয়েছেন তাঁরা চট করে রেগে যান যদি আপনি ভাইরাসের প্রতি সম্মান না দেখান… যাই হোক সকলকে ধন্যবাদ শুভকামনা এবং প্রার্থনার জন্য’।