দেশের সব ক্ষেত্রেই পড়েছে করোনার কোপ। বিনোদন জগত অর্থাৎ ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে অন্ধকার। এক বছরের বেশি সময় ধরে চলা অতিমারী একেবারে ধসিয়ে দিচ্ছে একটা গোটা ইন্ডাস্ট্রিকে। এবার বিনোদন জগতের সকলের পাশে এসে দাঁড়ালেন পরিচালক-প্রযোজক করণ জোহর। বাবা যশ জোহরের নামে একটি ফাউন্ডেশন গড়লেন তিনি। ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য চল্লচিত্র জগতের সঙ্গে যুক্ত থাকা মানুষের পরিবারের পাশে দাঁড়ানো। আর্থিক সাহায্য প্রদান, স্বাস্থ্য এবং শিক্ষার তদারকি করা এবং ভোকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করা। করণ নিজেই এই কর্মকাণ্ডের কথা শেয়ার করেছেন টুইটারে। শেয়ার করেছেন বাবার সঙ্গে তাঁর অল্প বয়সের ছবিও।