বিলাসবহুল ক্যাফের নিভৃতিতে কফির চুমুকে হতে পারত। কিমবা আইফেল টাওয়ারে ঘুরতে গিয়ে। সেসব কিছুই না হয়ে হলো এক বোল স্যুপে চুমুক দিতে গিয়ে। এমন করেই শুরু হয়েছিল বলিউডের নামী পাওয়ার কাপল সইফ-করিনার প্রেম।
গ্রিসে, ছবির শুটিং করতে গেছিলেন বেবো-করিনা। টসন ছবির শুটিং-এ খুব অপ্রত্যাশিত ভাবেই দু'জন দু'জনের প্রেমে পড়েছিলেন, এ কথা আগেও জানিয়েছিলেন করিনা নিজেই। টসন মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। কিন্তু ওই ছবি লিখে দিয়েছিল বলিউডের দুই সুপারস্টারের ভাগ্য।
বিবাহবার্ষিকীতে গ্রিসের সেই ছবিই শেয়ার করে ভক্তদের কৌতূহল মেটালেন বেবো।