রোমান্টিক আর কমেডি ছবির পর এবার অ্যাকশন থ্রিলারে কামব্যাক করছেন জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান । সম্প্রতি তাঁর পরবর্তী ছবি 'ধামাকা'-র ট্রেলার মুক্তি পেয়েছে । আর ট্রেলার দেখেই 'ধামাকা' নিয়ে রীতিমতো আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে ।
ধামাকা ছবিতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন কার্তিক । পরে রেডিও জকি হিসাবে দেখা যাবে তাঁকে । তাঁর চরিত্রের নাম অর্জুন পাঠক । তাঁর স্ত্রীয়ের ভূমিকায় রয়েছেন মৃণাল ঠাকুর । এই ছবিতে একজন সন্ত্রাসবাদীর সাক্ষাৎকার নিতে দেখা যাবে কার্তিককে ।
ছবিটি পরিচালনা করেছেন রাম মাধবনী । প্রযোজনায় রাম মাধবানী ফিল্মস । ১৯ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে 'ধামাকা' ।