ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলের বিয়ের সম্ভাব্য তারিখ ৯ ডিসেম্বর । জানা গিয়েছে, এদিন রাজস্থানের সাওয়াই মাধেপুরের সিক্স সেন্স ফোর্ট বারওয়ারায় বিয়ে করবেন ভিকি-ক্যাট । যদিও এই বিষয়ে মুখ খোলেননি তারকা যুগল । তবে শোনা যাচ্ছে, বিয়ে উপলক্ষে ইতিমধ্যে মুম্বই এসে পৌঁছেছেন ক্যাটরিনার ভাই ও বোনেরা ।
জানা গিয়েছে, ভিকি-ক্যাটের বিয়েতে অভিনেত্রীর ভাই সেবাস্টিয়েন ক্যাটরিনার 'বেস্ট ম্যান' হবেন । শোনা যাচ্ছে, ক্যাটরিনা এবং ভিকির উদ্দেশে বলার জন্য একটি বক্তৃতার খসড়া তৈরি করেছেন তিনি ।
আরও পড়ুন, Sayantani Ghosh Wedding : রবিবারই বিয়ের পিঁড়িতে বসছেন সায়ন্তনী, তার আগে বাগদান সারলেন 'নাগিন' তারকা
ভিকি-ক্যাটরিনার মেহেন্দির অনুষ্ঠান রয়েছে ৭ ডিসেম্বর । ৮ ও ৯ ডিসেম্বর তাঁদের বিয়ের অনুষ্ঠানগুলি রয়েছে । ৯ ডিসেম্বর বিয়ের পর মুম্বইয়ে গ্র্যান্ড রিসেপশন পার্টির আয়োজন করতে পারেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ ।