ধুমধাম করে বলিউডের পাওয়ার কাপল ভিকি ক্যাটরিনার সংগীত, মেহেন্দি, বিয়ে হয়েছে, সে সবের জমকালো ছবিও এখন প্রকাশ্যে এসছে। কিন্তু এখানেই শেষ নয়। সামনেই দুজনের রিসেপশন পার্টি। ডিসেম্বরের ২০ তারিখ মুম্বইয়ের জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে আয়োজন করা হয়েছে রিসেপশন পার্টির।
রূপকথার মতো বিয়ের হ্যাংওভার এখনও কাটেইনি ভিকি-ক্যাটের অগণিত ভক্তের। এরই মাঝে দেখতে দেখতে এসে পড়ল রিসেপশন। বড়দিনের আগেই বিয়ের সব আচার অনুষ্ঠান শেষ করতে চাইছেন ক্যাটরিনা। ক্রিসমাস সেলিব্রেশন টা ভিকিকে নিয়েই কাটাতে হবে পরিবারের সঙ্গে।
বিয়ের মতো রিসেপশনে আমন্ত্রিতদের তালিকা নিয়েও অনেক রাখঢাক রয়েছে। তবে জানা যাচ্ছে, সলমন খান, রনবীর কাপুরের মতো ক্যাটের প্রাক্তনরা রয়েছেন আমন্ত্রিত সেলেবদের তালিকায়। এ ছাড়া রয়েছেন, আমীর, শাহরুখ, বিগ বিও।