কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের সঙ্গে ডেট করছেন 'মহব্বতে' গার্ল কিম শর্মা? গোয়ায় ছুটিতে কাটাতে দেখা গেছে তাঁদের। সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কিছু অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়েছে। গোয়ার সমুদ্রের সৈকতে একান্তের সময় কাটাতে দেখা গেল দুই তারকাকে। তারপর থেকেই জল্পনা বাড়ছে।
বলিউডে বিশেষ জনপ্রিয়তা বা বক্স অফিস হিট কোনোটাই পাননি কিম, তবে যুবরাজ সিং-এর প্রামিকা হিসেবে বেশ কিছুটা সময় ছিলেন লাইম লাইটে। তবে কিমের সঙ্গে পেজের ঘোরাফেরা নাকি এই প্রথম নয়, এর আগেও লিয়েন্ডারের সঙ্গে কিম শর্মাকে দেখা গেছে। গোয়াই নয়, জিম কিংবা বান্দ্রাতেও তাঁদের একসঙ্গে ঘোরাফেরা করতে দেখা গেছে। যদিও জনসমক্ষে তাঁরা দূরত্ব বজায় রেখেই চলেন। এই বিষয় নিয়ে সংবাদমাধ্য়মের সামনেও মুখ খোলেননি তাঁরা।