ভারতীয় চলচ্চিত্রে নক্ষত্র পতন। প্রয়াত হলেন অভিনেতা দিলীপ কুমার। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ মুম্বইয়েরই হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। শেষ সময়ে স্ত্রী সায়রা বানু পাশে ছিলেন তাঁর। প্রয়ানকালে কিংবদন্তি অভিনেতার বয়স হয়েছিল ৯৮ বছর। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া।
দীর্ঘদিন ধরেই বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন দিলীপ। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি ছিলেন। গত ৩০ জুন তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
ভারতীয় সিনেমার আইকনিক কিছু চরিত্রের সঙ্গে সমার্থক হয়ে আছে দিলীপ কুমারের নাম। তাঁর অভিনীত নয়া দৌর, মুঘলে আজম, দেবদাস, রাম অউর শ্যাম, মধুমতী, গঙ্গা যমুনা, আন্দাজ, বলিউডের এক একটি মাইলফলক হয়ে রয়েছে। ১৯৯৮-এ 'কিলা'-ই দিলীপ কুমার ওরফে ইউসুফ খানের শেষ ছবি।
হিন্দি চলচ্চিত্রে তাঁর অনন্য অবদানের জন্য সদ্য প্রয়াত অভিনেতা নানা সময়ে নানা সম্মানে ভূষিত হয়েছেন। পদ্ম ভূষণ, পদ্ম বিভূষণ, দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত করা হয়েছে তাঁকে। পাকিস্তানের সর্বোচ্চ সম্মান নিশান-ই-ইমতিয়াজ-এও সম্মানিত এই কিংবদন্তি অভিনেতা। তাঁর মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্রের একটি যুগের অবসান হল।