তামিলনাড়ুর চপার দুর্ঘটনায় (Bipin Rawat Chopper Crash) একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংকে (Group Captain Varun Singh) এয়ারলিফ্ট করে আনা হল বেঙ্গালুরুতে (Bengaluru)৷ শুক্রবার ওয়েলিংটনের সেনা হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্সে করে বরুণ সিংকে আনা হয় সুলুর বিমানঘাঁটিতে৷ সেখান থেকে এয়ারলিফ্ট করে বেঙ্গালুরুর কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ আপাতত তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল।
গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের জন্য আগামী ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনও তিনি আইসিইউতে রয়েছেন। বৃহস্পতিবার লোকসভায় বিবৃতি দিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ওয়েলিংটনের মিলিটারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং। তাঁর জীবন বাঁচাতে প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ করা হচ্ছে।
গত বছরও একটি তেজস বিমান চালানোর সময় জীবন বিপন্ন হয়েছিল বরুণ সিংয়ের। তাঁর বীরত্বের জন্য বরুণকে শৌর্য চক্র দেওয়া হয়েছিল।