রবিবার থেকে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কার্শিয়ঙে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এরপর মঙ্গল-বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গ সফর শেষ করে ২৭ অক্টোবর কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ থেকে ফিরে ২৮ অক্টোবর গোয়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
এ রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেই উত্তর-পূর্বের রাজ্য দখলে নজর দিয়েছে তৃণমূল (TMC), তাঁদের প্রথম নজরেই রয়েছে ত্রিপুরা ও অসম। একইসঙ্গে ২০২৪-এর লোকসভা ভোটের দিকে নজর দিয়েই দেশের পশ্চিমাঞ্চলেও ক্ষমতা বৃদ্ধি করতে চাইছে এ রাজ্যের শাসক দল। তৃণমূল কংগ্রেস শিবির সূত্রে খবর, আরব সাগরের পাড়ে জোড়া ফুল ফোটাতে চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে দলের অন্দরে। আর সেই সূত্রেই একেবারে স্বয়ং তৃণমূল নেত্রী পা রাখতে চলেছেন গোয়ায়। ইতিমধ্যেই গোয়ায় রয়েছেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর।
আগামী বছর ৪০ আসনের গোয়া বিধানসভায় ভোট (Goa Assembly Election 2022)। সেখানেই আসন দখল তো বটেই, জয়ের লক্ষ্যে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। আগে কথা ছিল, চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতেই গোয়া যেতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু সেই কর্মসূচি একেবারে পাল্টে গিয়ে স্বয়ং তৃণমূল নেত্রীর গোয়া যাওয়ার খবর আসছে দলের অন্দর থেকে।