অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীর(Mimi Chakraborty) মোবাইল ফোন থেকে রাতারাতি উধাও হয়ে গেল প্রায় ৭০০০ ছবি এবং ৫০০ ভিডিও। ফলে বিপাকে পড়ে সেই মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থাকে ট্যুইটে অভিযোগ জানান তিনি।
মিমির কথায়, তাঁর ফোন থেকে উধাও হয়ে গেছে প্রায় ৭০০০ ছবি এবং ৫০০ ভিডিও। আর এর ফলে রীতিমতো সমস্যার মুখে পড়েছেন এই অভিনেত্রী-সাংসদ(Actor-MP)। ট্যুইট করে বুধবার একথা জানিয়েছেন স্বয়ং মিমি চক্রবর্তী(Mimi Chakraborty)।
ট্যুইটে(Twitter) মিমি লিখেছেন, "৭০০০ ছবি, ৫০০ ভিডিও। সমস্ত আমার গ্যালারি থেকে ডিলিট হয়ে গিয়েছে। আমি জানি না আমি কী করব? চিৎকার করে কাঁদব?" শুধু তাই নয়, এর সঙ্গেই তিনি যুক্ত করেছেন আরও একটি কথা। সবরকম চেষ্টার পরেও ওই ছবিগুলি উদ্ধার করা সম্ভব হয়নি, সে কথাও ট্যুইটে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন- Srijit Mukherji : এবার বাঘের গল্প বলবেন সৃজিত, শুরু হল 'শেরদিল' সিনেমার শুটিং
২০২১-এর সেপ্টেম্বরে নতুন ফোন কিনেছিলেন তিনি। তারপর সেই ফোনে যাবতীয় স্মৃতিকে ছবির মধ্য দিয়ে ধরে রেখেছিলেন অভিনেত্রী(Mimi Chakraborty)। তাঁর আরও দাবি, ওই ফোনে এমন কয়েকজনের ছবি ছিল যাঁরা আর এই পৃথিবীতে নেই। মিমি জানিয়েছেন, তাঁর প্রয়াত প্রিয় পোষ্যেরও বেশকিছু ভিডিও ছিল সেখানে।