জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর(Chandannagar) । সেখানকার আলোকসজ্জা,মণ্ডপ জগত বিখ্যাত । দীর্ঘদিনের ঐতিহ্যকে আজও ধরে রেখে মা জগদ্ধাত্রীর পুজো করে আসছে চন্দননগরবাসী । তবে করোনা আবহে গত বছর পুজো সেভাবে হয়নি । তবে এবার ছবিটা আলাদা । কোভিড বিধি মেনেই পুজো হচ্ছে । নাইট কার্ফু নেই । আলোতে সেজে উঠেছে শহর । আনন্দে মেতেছে শহরবাসী । সেইসঙ্গে এবার চন্দননগরের মানুষের জন্য উপরি পাওনা হল বিধায়কের গান । জগদ্ধাত্রী পুজো উপলক্ষে গান গাইলেন চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন(Indranil Sen) ।
কয়েকদিন আগেই ইন্দ্রনীলের ইউটিউব(youtube) চ্যানেলে ‘জয় মা জগদ্ধাত্রী’ গানটি মুক্তি পেয়েছে । গানের কথা তাঁরই লেখা । প্রচলিত সুরেই গান বেঁধেছেন ইন্দ্রনীল । ইতিমধ্যেই গানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ।
Jagaddhatri Puja: বাংলায় কীভাবে চালু হল জগদ্ধাত্রী পুজো, জানুন ইতিহাস
ইন্দ্রনীল সেনের প্রথম পরিচয় গায়ক হিসাবেই । পরবর্তীকালে রাজনীতিতে আসা তাঁর । বর্তমানে তিনি চন্দননগরের বিধায়ক । সেইসঙ্গে তথ্যসংস্কৃতি এবং পর্যটন দফতরের প্রতিমন্ত্রী তিনি । দায়িত্ব বেড়েছে অনেকটাই । কিন্তু তার মধ্যেও গানের জন্য সময় বের করে নেন তিনি । আর এবার জগদ্ধাত্রী পুজোর গানে গায়ক ও চন্দননগরের বিধায়ক, দুইভাবেই পাওয়া গেল ইন্দ্রনীল সেনকে ।