কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্যুইটে প্রধানমন্ত্রী লিখেছেন,সিনেমাজগতে কিংবদন্তী হিসেবেই দিলীপ কুমারজীকে স্মরণ করা হবে। অতুলনীয় উজ্জ্বলতায় আর্শীবাদ পেয়েছিলেন, যার কারণে তিনি প্রজন্মের পর প্রজন্ম জুড়ে তাঁর কৃতিত্বের জন্য শ্রদ্ধা পেয়েছেন এই মৃত্যু সাংস্কৃতিক জগতের একটিঅপূরনীয় ক্ষতি। কিংবদন্তী অভিনেতার প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য টুইটে তিনি লিখেছেন মহান অভিনেতার জীবনাবসানে গভীরভাবে মর্মাহত।তাঁর অনুনকরনীয় অভিনয় দক্ষতা আজীবন মনে রাখবে পরবর্তী প্রজন্ম। শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, টুইইটে তিনি লিখেছেন, ‘দিলীপ কুমারজী ছিলেন একজন অসামান্য অভিনেতা, একজন সত্যিকারের শিল্পী, যিনি ভারতীয় চলচ্চিত্র জগতে অবিস্মরণীয় অবদানের জন্য প্রত্যেকেই তাঁকে সম্মান জানিয়েছেন। দিলীপ কুমারের জীবনাবসানে গভীর শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-ও