'নতুন করে শুরু করা না গেলেও ব্র্যান্ড নিউ এন্ডিং সম্ভব', শিল্পা শেট্টির শেয়ার করা এই কথাগুলোয় কি তাঁর ব্যক্তিগত জীবনেরই কিছু ইঙ্গিত রয়েছে?
পর্ন কান্ডে স্বামী রাজ কুন্দ্রা গ্রেফতার হয়ার পর থেকে সারা দেশের চোখ যেন শিল্পা শেট্টির দিকেই। ঘটনার পর বেশ কিছুদিন একদম চুপ ছিলেন শিল্পা। তারপর সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই আপলোড করেন বইয়ের পাতার নানা কথা। এভাবেই সরাসরি কিছু না বলে আসলে অনেক কিছু বলে দেন অভিনেত্রী। এবারও যেমন দিলেন।
আরও পড়ুন, 'ভুল থেকেই শিক্ষা নেব', ফের সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা ভাগ করলেন শিল্পা
ইনস্টাগ্রাম স্টোরিতে কার্ল বার্ডের কয়েকটি লাইন তুলে ধরেছেন শিল্পা। সেখানে লেখা, " পিছনে ফিরে গিয়ে নতুন করে শুরু করা সম্ভব হয়না কারোর পক্ষেই। তবে জীবনের যে কোনও জায়গায় দাঁড়িয়েই নতুন করে শেষ করা সম্ভব"। শিল্পা অনুরাগীদের অধিকাংশেরই ধারণা, রাজের সঙ্গে তাঁর সম্পর্কের ভবিষ্যৎ নিয়েই এই সব পোস্ট বলিউড অভিনেত্রীর।