বুধবার কলকাতায় পেট্রোল ও ডিজেলের দামে ফের রেকর্ড। লিটারে ৩৪ পয়সা বেড়ে শহরে পেট্রোলের নতুন দাম হল ১০৮ টাকা ৪৫ পয়সা। ১০০ টাকা ছুঁইছুঁই ডিজেলও। লিটারে ৩৫ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৯ টাকা ৭৮ পয়সা। ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় সেঞ্চুরি পার করেছে ডিজেল। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারেও। পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় মাছ থেকে সব্জি, সবকিছুরই দাম বেড়েছে।
দিল্লিতেও পেট্রোলের দাম প্রতি লিটারে ৩৫ পয়সা বেড়ে হয়েছে ১০৭.৯৪ টাকা। ডিজেলের দাম দিল্লিতে বেড়ে হয়েছে প্রতি লিটারে ৯৬.৬৭ টাকা। মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটারে ১১৩.৮০ টাকা। দেশের বাণিজ্য নগরীকে ডিজেলের দাম প্রতি লিটারে ১০৪.৮৩ টাকা।