সুইগিতে খাবার ডেলিভারি না পেয়ে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ট্রোল্ড হয়েছেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার সেই প্রসঙ্গেই, এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন প্রসেনজিৎ। জানিয়েছেন, ওই অ্যাপের উপরে তাঁর কোনও রাগ নেই। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার উদ্দেশ্য অ্যাপ-নির্ভর জরুরি পরিষেবায় যথাযথ নজরদারি নিশ্চিত করা। অ্যাপ-নির্ভর পরিষেবার প্রশংসা করে তিনি বলেন, প্রচুর মানুষের মতো তিনিও এইসব আপ ব্যবহার করেন, আবারও করবেন। শুধু খাবার বা ওষুধের মতো জরুরি প্রয়োজনের অ্যাপ সংস্থাগুলো যদি একটু সতর্ক বা আর একটু দায়িত্বশীল থাকেন, তা হলে পরিষেবার সমস্যা বা ভুলভ্রান্তি এড়ানো যাবে।
সুইগিতে খাবার না পেয়ে মোদী-মমতাকে চিঠি, টুইটারে ট্রোলড প্রসেনজিৎ
তিনি আরও বলেন, "ওই অ্যাপ সংস্থার সঙ্গে আমার কোনও ব্যক্তিগত সমস্যা বা তাদের উপরে কোনও রাগ নেই। সুইগিতে অর্ডার করে খাবার না পাওয়ার এই সমস্যার পরেও ওই অ্যাপ ব্যবহার করেছি। আবারও করব"।