স্বামী নিক জোনাসের(Nick Jonas) সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার(Priyanka Chopra) বিবাহবিচ্ছেদ জল্পনায় সরগরম নেটদুনিয়া । ইনস্টাগ্রামে নিজের নামের পাশ থেকে প্রিয়াঙ্কা জোনাস পদবী সরিয়ে নেওয়ার পর থেকেই এই জল্পনার সূত্রপাত । যদিও অভিনেত্রীর মা মধু চোপড়া জানিয়েছিলেন, পুরোটাই গুজব ছাড়া আর কিছুই নয় । এরই মাঝে এবার প্রিয়াঙ্কার একটি পোস্ট সমস্ত জল্পনার অবসান ঘটাল ।
প্রিয়াঙ্কা নিকের সঙ্গে একটি অন্তরঙ্গ ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে(Instagram) । ছবিতে স্বামীকে বাহুবন্ধনে আগলে রেখেছেন পিগি চপস । তাকিয়ে আছেন একে-অপরের দিকে । চোখে চোখ রেখে যেন প্রেমের নিবেদন করছে এই তারকা দম্পতি । সেইসঙ্গে অভিনেত্রী ক্যাপশনে ‘থ্যাঙ্কস গিভিং’-এর শুভেচ্ছা জানিয়েছেন সকলকে । আর স্বামী নিককে দিয়েছেন ভালোবাসার বার্তা ।
আরও পড়ুন, Priyanka Chopra: আর 'জোনাস' নয়, ইন্সটায় নিজের নাম বদলালেন প্রিয়াঙ্কা চোপড়া
নিকও একই ছবি শেয়ার করেছেন ইনস্টায় । ক্যাপশনে নিক লিখেছেন, ‘ সবাইকে থ্যাংকসগিভিং-এর শুভেচ্ছা । প্রিয়াঙ্কা তোমার ওপর আমি কৃতজ্ঞ ।'
প্রিয়াঙ্কা আরও একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে । যেখানে রয়েছে নিক, তাঁর ভাই ফ্র্যাঙ্কলিন জোনাস ও তারকা দম্পতির তিনটে কুকুর ।
ইনস্টায় নিজের নাম প্রিয়াঙ্কা চোপড়া জোনাস থেকে প্রিয়াঙ্কা করে দেন অভিনেত্রী । আর তারপরেই শুরু হয় জলঘোলা । শুরু হয় বিবাহ বিচ্ছেদের জল্পনাও । তবে প্রিয়াঙ্কার এই পোস্ট বুঝিয়ে দিল নিক ও তাঁর পরিবারকে নিয়ে সুখী জীবন কাটাচ্ছেন প্রিয়াঙ্কা ।