ফুড ডেলিভারি অ্যাপ সুইগির কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানালেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, অর্ডার করা সত্ত্বেও খাবার ডেলিভারি পাননি তিনি।।সংস্থার পক্ষ থেকে কিছু জানানোও হয়নি তাঁকে।
প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে বুম্বাদা জানিয়েছেন, গত ৩ নভেম্বর তিনি সুইগিতে কিছু খাবার অর্ডার করেছিলেন। অর্ডার করার কিছুক্ষণ বাদে অ্যাপে দেখানো হয় খাবার ডেলিভারি দেওয়া হয়ে গিয়েছে৷ কিন্তু আসলে তিনি খাবার পাননি। পরে সুইগি ওই প্রিপেড অর্ডারের টাকা ফেরত দিলেও ক্ষুব্ধ অভিনেতা।
Anushka Sharma : বিরাটের জন্মদিনে আবেগঘন পোস্ট অনুষ্কার, স্বামীকে কী বললেন অভিনেত্রী ?
প্রসেনজিতের প্রশ্ন, কেউ যদি অতিথিদের জন্য খাবার অর্ডার করে না পান, তাঁর কী হবে? কেউ যদি ডিনারের জন্য এই রকম অ্যাপের উপর নির্ভরশীল হন, তিনি কী করবেন? এই বিষয়টি নিয়ে কথা বলা দরকার।