তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন৷ স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) কী করছেন, তার কিছুই জানতেন না। পুলিশের কাছে এমনই দাবি করেছেন অভিনেত্রী এবং রিয়েলিটি শো-এর সঞ্চালক শিল্পা শেট্টি (Shilpa Shetty) ।
Raj Kundra: পর্ন-কাণ্ডের জের, ডিভোর্সের পথে রাজ-শিল্পা
মোবাইল অ্যাপে পর্নোগ্রাফি সংক্রান্ত মামলায় গ্রেফতার রাজ কুন্দ্রা। এই মামলায় ১৪০০ পাতার চার্জশিট পেশ করেছে মুম্বই পুলিশ (Mumbai Police)। তাতে রাজের স্ত্রী শিল্পার বিবৃতিও রয়েছে।
শিল্পা সেখানে জানিয়েছেন, হটশটস বা বলিফেমের মতো অ্যাপগুলি যে পর্নোগ্রাফি চক্রের সঙ্গে যুক্ত, তা তিনি জানতেন না৷ তবে সংবাদমাধ্যমের কাছে চার্জশিট নিয়ে মুখ খোলেননি শিল্পা।