দু’মাস জেলে থাকার পর পর্নোগ্রাফি কাণ্ডে জামিন পেলেন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। ৫০ হাজার টাকা বন্ডের বিনিময়ে ছাড়া হল পর্ন-কাণ্ডে গ্রেফতার হওয়া ব্যবসায়ীকে। একই সঙ্গে তাঁর সহযোগী রায়ান থর্পকেও জামিন দিয়েছে মুম্বইয়ের আদালত।
পর্নোফ্রাফি ছবি বানিয়ে বিভিন্ন অ্যাপ মারফত তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত ১৯ জুলাই গ্রেফতার করা হয়েছিল রাজ কুন্দ্রাকে।
রাজের অপরাধ গুরুত্বর, এর আগে এই মর্মে তাঁর জামিন মঞ্জুর করেনি মুম্বই পুলিশ। জামিন পেলে ফের অশ্লীল ভিডিও আপলোড করতে পারেন রাজ, এরকম সম্ভবনার কথা জানিয়েছিল পুলিশ।