যৌনকর্মীদের সন্তানদের রবীন্দ্রসঙ্গীত(Rabindra Sangeet) শেখাবেন বাংলাদেশের(Bangladesh) বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী(Rezwana Choudhury) বন্যা। জানা গেছে, করোনা(Coronavirus) পরিস্থিতি স্বাভাবিক হলেই এই কাজে হাত দেবেন শিল্পী।
করোনার(Corona) পরে সঙ্গীতজগতের সমূহ ক্ষতি নিয়ে রেজওয়ানা চৌধুরী যথেষ্ট চিন্তিত। প্রেক্ষাগৃহের মালিক থেকে যন্ত্রানুষঙ্গের শিল্পী, সকলেরই রোজনামচায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই অতিমারী করোনা(Corona)।
রবীন্দ্রনাথের(Rabindranath Tagore) গান গাওয়ার মধ্যেই নিজের জীবনকে আটকে রাখেননি এই শিল্পী। ভেবেছেন তার বিস্তারের কথাও। তাঁর চেষ্টায় শান্তিনিকেতনের(Shantiniketan) মতো একই পরিবেশে ‘রবীন্দ্রসৃজন কলা বিশ্ববিদ্যালয়’ গড়ে উঠেছে বাংলাদেশে। ঘন জঙ্গল ঘেরা এলাকায় এই বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে বাংলাদেশ(Bangladesh) সরকারের অনুমতিতে।
আরও পড়ুন- '৮৩' ছবি নির্মাতাদের বিরুদ্ধে উঠল প্রতারণার অভিযোগ, মামলা আন্ধেরির আদালতে
করোনা(Coronavirus) পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তাঁর স্বপ্নের প্রকল্প নিয়ে কতদূর এগোতে পারেন পড়শি দেশের এই শিল্পী, সেদিকেই তাকিয়ে থাকব আমরাও, Editorji বাংলা।