সম্প্রতি মুক্তি পেয়েছে সলমন খানের (Salman Khan) ছবি 'অন্তিম, দ্য ফাইনাল ট্রুথ' (Antim: The Final Truth)। বেশ অনেকদিন পর মুক্তি পেয়েছে ভাইজানের ছবি । এই প্রথম ভগ্নিপতি আয়ুষ শর্মার (Ayush Sharma) সঙ্গে অভিনয় করছেন সলমন । এই ছবিকে কেন্দ্র করে ভাইজানের অনুরাগীরাও উচ্ছ্বসিত। কিন্তু ছবি মুক্তির পর অনুরাগীদের নানা কাজে রীতিমতো বিরক্ত সলমন । রবিবার সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উদ্দেশে বার্তা দিলেন ভাইজান ।
ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন সলমন । যেখানে দেখা যাচ্ছে, কয়েকজন অনুরাগী সলমনের পোস্টারে দুধ ঢালছেন । যা দেখে রীতিমতো চটেছেন সলমন । ভিডিওটি শেয়ার করে ভক্তদের প্রতি সলমনের বার্তা, এভাবে দুধ অপচয় না করে তা গরিব-অভাবী শিশুদের দান করা হোক ।
আরও পড়ুন, Rohit Shetty on Golmaal 5 : এবার আসবে 'গোলমাল ৫', নিজেই জানালেন রোহিত শেট্টি
প্রায় দুই বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেল সলমন খানের সিনেমা । এরপরে ক্যাটরিনা কাইফের সঙ্গে 'টাইগার-৩' ছবিতে দেখা যাবে সলমনকে ।