৭৫ তম স্বাধীনতা দিবসের ভাষণে মেদিনীপুরের তমলুকের বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা কে আসামের বিপ্লবী হিসেবে উল্লেখ করে বিপাকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত একদিনে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তুমুল হইচই। এবার সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত একটি ছবির পোস্টার দিয়ে মোদীকে খোঁচা যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষের।
সায়নীর পোষ্টে দেখা যাচ্ছে মোদীর ছবি। ওপরে ক্যাপশনে লেখা ‘মাতঙ্গিনী এখানে কোনও আন্দোলন করতে আসেননি’। এর পরেও বলে দিতে হয়, কোন ছবির পোস্টারে সামান্য অদল বদল ঘটিয়েছেন সায়নী? সম্প্রতি একটি বাংলা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি'।
প্রসঙ্গত, সোমবার 'খেলা হবে দিবস' উপলক্ষে ত্রিপুরা রওনা দিয়েছেন সায়নী। তার আগে তিনি পোস্ট করেছেন শ্লেষাত্মক সেই পোস্টার।