ঝড় কাটলে ভালো কিছু আসে। রামধনু তার প্রমাণ। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)। কীসের ইঙ্গিত করছেন শিল্পা শেট্টি। পর্নকাণ্ডে (Porn Racket) গতকাল জামিন পেয়েছেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra)। তারপরই কি এই পোস্ট অভিনেত্রীর!
দুমাস হাজতে থাকার পর রাজ কুন্দ্রা জামিন পেয়েছেন। তাঁর বিরুদ্ধে পর্ন চক্র চালানোর অভিযোগ ছিল। শনিবার রাজের আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন। জানানো হয়, রাজের বিরুদ্ধে কোনও প্রমাণ সাপ্লিমেন্টারি চার্জশিটে নেই। ৫০ হাজার টাকা বন্ডে জামিন পান রাজ কুন্দ্রা। মঙ্গলবার তাঁর সহকারী রায়ান থর্পকেও জামিন দিয়েছে আদালত।
রাজ কুন্দ্রা জামিন পাওয়ার পর আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন শিল্পা। ঝড় যে এবার কেটে গেছে, সেটাই হয়তো বোঝাতে চেয়েছেন শিল্পা।