পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে করোনায় অনাথ হয়ে যাওয়া শিশুদের পক্ষে সওয়াল। বার বার শিরোনামে উঠে এসেছে সোনু সুদের মানবিক মুখ। এবার গরীব পড়ুয়াদের জন্য বিনামূল্যে সিভিল সার্ভিসের প্রস্তুতির ব্যবস্থা করলেন তিনি। আর্থিক অভাবের জন্য যে সমস্ত পড়ুয়া আইএএস পরীক্ষার জন্য তৈরি হতে পারছেন না, তাঁদের জন্য বিনামূল্যে কোচিং ও স্কলারশিপের বন্দোবস্ত করলেন সোনু। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লেখেন, 'আইএএস -এর জন্য নিজেকে তৈরি করতে চান? আপনার সমস্ত দায়িত্ব নেব আমরা।' এর পর সোনু নিজের নতুন প্রকল্প 'সম্ভবম'-এর বিষয়ে বিশদে জানান। সোনু সুদ চ্যারিটি ফাউন্ডেশন ও দিয়া দিল্লি সংস্থার উদ্যোগে ইউপিএসসির প্রস্তুতিপর্ব শুরু করা হচ্ছে। আর্থিক সংকটে থাকা পড়ুয়াদের বিনামূল্যে কোচিং ক্লাসের বন্দোবস্ত করা হবে এই উদ্যোগে। আবেদন জানাতে হবে অনলাইনে। শেষ দিন ৩০ জুন।