করোনা পরিস্থিতির মধ্যে গত বছর অসহায় মানুষ ও পরিযায়ী শ্রমিকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সোনু সুদ। আর এভাবেই রিল লাইফ ভিলেন থেকে হয়ে উঠেছিলেন রিয়েল লাইফ হিরো। করোনার দ্বিতীয় ঢেউয়ের দাপটে যখন নাজেহাল গোটা দেশ, তখনও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সোনু। তবে তাঁর সাহায্য এখন আর শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ নেই। সাহায্য চেয়ে সোনুর বাড়িতে পৌঁছে যাচ্ছেন অনেকেই। কাউকেই নিরাশ করছেন না তিনি। বরং বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সবার সমস্যার কথা শুনছেন। পাশাপাশি সাধ্যমতো সাহায্যের প্রতিশ্রুতিও দিচ্ছেন তিনি। সম্প্রতি পাপারাৎজিদেরও ক্যামেরায় ধরা পড়েছে এই ছবি।