অতিমারী পর্বে তাঁকে দেবদূতের মতো পাশে পেয়েছেন ঘরহারা অনেক মানুষ। নিঃস্বার্থভাবে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। বিশেষ গাড়ি, বাসের ব্যবস্থা করে শ্রমিকদের পৌঁছে দিয়েছেন নিজ-নিজ বাড়িতে। সাহায্যের জন্য তাঁর কাছে এলে তিনি কাউকে ফেরান না। অতিমারীতে কোনও সমস্যা হলেই এই মুস্কিল আসানের কাছে পৌঁছতে চান সবাই। আর তাই তাঁর খোঁজ পড়ে বারবার। তাঁকে না পেলে তাঁর দুধ ওয়ালার গুড্ডুর কাছেই আর্জি জানাচ্ছেন অনেকে।
সোশ্যাল মিডিয়ায় দুধওয়ালার একটি ভিডিয়ো শেয়ার করেছেন সোনু। দুধওয়ালা নিজেই জানাচ্ছেন, তাঁর কাছে এত অনুরোধ আসছে, যে তিনি ইতিমধ্যেই বিধ্বস্ত, বিপর্যস্ত। যেহেতু সোনুর বাড়িতে তাঁর নিত্য যাতায়াত, তাই অনেকেই ভাবছেন, তাঁকে বললেই সোনুর কাছ থেকে সাহায্য পাওয়া যাবে। দিনভর, এমনকি সারা রাতও তাঁকে নাকি ফোন করছেন সাহায্যপ্রার্থীরা।