কোনো ছবি নেই, অডিও-ভিডিও কিচ্ছু নেই। শুধুমাত্র কয়েকটা সংখ্যা লেখা। আর তাতেই রয়েছে হাড় হিম করা কিছু তথ্য। আজকে প্রয়োজন ছিল ৫৭০ টি বেডের। আমি কেবল ১১২টি বেড জোগাড় করতে পেরেছি। সোনু সুদের একটি টুইট আলোড়ন ফেলেছে। অভিনেতা নিজেও করোনা আক্রান্ত। কিন্তু এই সময়েও তিনি সবার পাশে থাকবেন, কথা দিয়েছিলেন। কথা রেখেওছেন। কিন্তু দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ায় অসহায় 'সোনু সুদ' নিজেও। অতিমারীর প্রথম দিকে কয়েক হাজার মানুষকে ঘরে ফেরানো দেবদূত সম মানুষটা নিজেই ভেঙে পড়ছেন আজ।