শেষ হল সৃজিত মুখার্জীর পরবর্তী ছবি 'সাবাশ মিঠু'(Shabaash Mithu)-র শুটিং । শুটিং শেষের খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন পরিচালক । এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তাপসী পান্নু(Tapsee Pannu) ।
ফেসবুকে সিনেমার কলাকুশলীদের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন সৃজিত । ছবিতে প্রত্যেককেই ভারতের জার্সিতে দেখা গিয়েছে । ছবিটি শেয়ার করে সৃজিত জানিয়েছেন, সিনেমার শুটিং শেষ হয়েছে । তিনি ক্যাপশনে লেখেন, " অবশেষে সমাপ্তি । 'সাবাশ মিঠু'-র শুটিং শেষ হয়েছে ।"
Madan Mitra-Nusrat Jahan: 'দুজনে দেখা হল', নুসরতকে 'বোল্ড লেডি' বলে সম্বোধন মদন মিত্রের
ভারতীয় মহিলা ক্রিকেটের আইকন মিতালি রাজের বায়োপিক ‘সাবাশ মিঠু’ । মিতালি রাজ -এর চরিত্রে অভিনয় করছেন তাপসী পান্নু । মিতালি রাজের জীবনের নানা জানা-অজানা ঘটনা তুলে ধরা হবে এই ছবিতে । এই ছবির কয়েকটা দৃশ্যের শুটিং হয়েছে বিখ্যাত লর্ডসে । এই প্রথম কোনও বাঙালি পরিচালক লর্ডসে সিনেমার শুটিং করেছেন । আপাতত, এখন ছবির মুক্তির অপেক্ষায় দর্শকরা ।