রবিবার গণতন্ত্রের উৎসবে শামিল হল টালিগঞ্জ। এক ঝাঁক চেনা মুখের সারি ভোট দিল লাইনে দাঁড়িয়ে। রবিবার দুপুরে সাউথ সিটি স্কুলে ভোট দিলেন ঘাঁটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। শহর সুন্দর রাখা শুধু সরকারের কাজ নয়, নাগরিকদের দায়িত্ব মনে করিয়ে দিলেন দেব।
১৩১ নম্বর ওয়ার্ডে বেহালার শিক্ষায়তন স্কুলে ভোট দিলেন আরেক ঘাসফুল বিধায়ক এবং বাংলা বিনোদন জগতের চেনা মুখ সোহম চক্রবর্তী।
রবিবার সকালে রাসবিহারীতে ভোট দিলেন অভিনেত্রী দেবলীনা কুমার। অভিনেত্রীর বাবা দেবাশিস কুমার নিজেই সেই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। ১০০ নম্বর ওয়ার্ডে নাক্তলা হাইস্কুলে ভোট দিলেন আরেক তৃণমূল বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক। কলকাতা পুরসভা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি অভিনেতার।