রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচিত হলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। বিজেপির পরিষদীয় দলের বৈঠকের পর শুভেন্দুর নাম বিরোধী দলনেতা হিসাবে ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তার আগে নন্দীগ্রামের বিধায়কের নাম প্রস্তাব করেন মুকুল রায়। ২২ জন বিজেপি বিধায়ক ওই প্রস্তাব সমর্থন করেন,কেউ বিরোধিতা করেননি। ফলে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন শুভেন্দু। বিরোধী দলনেতা নির্বাচিত হয়ে নন্দীগ্রামের এমএলএ বলেন, "আমি একা কোনও সিদ্ধান্ত নেব না। দলের নির্দেশ ও দলীয় সংবিধান মেনে চলব।"