করোনায় আক্রান্ত হলেন সিপিএমের রাজ্য সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্র (Surya Kanta Mishra)৷ যদিও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। এখনও পর্যন্ত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিনি৷ মৃদু উপসর্গ থাকলেও সিপিএম (CPIM) নেতার গুরুতর কোনও শারীরিক সমস্যা নেই বলেই দলীয় সূত্রে খবর৷
সিপিএম সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই করোনার কয়েকটি উপসর্গ দেখা দেয় সূর্যকান্ত মিশ্রের৷ চিকিৎসকের পরামর্শেই গত বৃহস্পতিবার করোনা পরীক্ষা করান সিপিএম রাজ্য সম্পাদক৷ গতকাল সেই রিপোর্ট এলে দেখা যায় করোনায় আক্রান্ত হয়েছেন সূর্যকান্ত বাবু৷
শারীরিক বিশেষ কোনও সমস্যা না থাকায় কড়েয়ার ফ্ল্যাটেই হোম আইসোলেশনে রয়েছেন সিপিএম নেতা৷ করোনা পরীক্ষার যে রিপোর্ট এসেছে, তাতে খুব একটা গুরুতর সমস্যার ঝুঁকি নেই বলে আপাতত সূর্যকান্ত বাবুর হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই বলেই মনে করছেন চিকিৎসকরা৷
KMC: শীতের আমেজে ১৪৪টি ওয়ার্ডে শুরু প্রার্থীদের ভাগ্যপরীক্ষা, রয়েছে কড়া নজরদারি
দিল্লিতে সিপিএম পলিটব্যুরোর বৈঠক চলছে৷ করোনার উপসর্গ থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই সেই বৈঠকে যোগ দেননি সূর্যকান্ত বাবু৷ আপাতত দলের চিকিৎসকরাই সূর্যকান্ত মিশ্রের শারীরিক পরিস্থিতির উপরে নজর রাখছেন৷