লুইজিনহো ফ্যালাইরোকে (Luizinho Faleiro) রাজ্যসভার সাংসদ পদে টিকিট দেওয়ার পর তৃণমূলকে টুইট করে খোঁচা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সুষ্মিতা দেবকে (Sushmita Dev) রাজ্যসভার সাংসদ করা নিয়েও কটাক্ষ করেন তিনি। জানান, এর খেসারত বাংলাকে দিতে হবে।
শুভেন্দু অধিকারী টুইট করে বলেন, "বাংলার মেয়ে বহিরাগতদের হাতে রাজ্যসভার সাংসদের টিকিট তুলে দিচ্ছেন। সুষ্মিতা দেবের পর এবার লুইজিনহো ফ্যালাইরো। এর খেসারত কি বাংলার মানুষ দেবে না! এরা যদি অসম ও গোয়ায় তৃণমূলের টিকিটে হারে, তাহলে কী হবে!"
ভোটের পাশাপাশি খরচেও বিজেপিকে টেক্কা তৃণমূলের
তৃণমূলের টিকিটে আগামী বিধানসভা নির্বাচনে দাঁড়াবেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালাইরো। গোয়া তৃণমূল কংগ্রেসের দায়িত্ব নিয়েছেন তিনি। শনিবার লুইজিনহো ফ্যালাইরোকে রাজ্যসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেছে দল। তৃণমূলের রাজ্যসভার সাংসদ হয়েছেন সুষ্মিতা দেবও।