যশ রাজ ফিল্মস যে (Yash Raj Films) ওটিটি (OTT) প্ল্যাটফর্মে পা রাখতে চলেছে, সেই খবর আগেই সামনে এসেছিল । এবার তাদের প্রথম ওয়েব সিরিজের নাম প্রকাশ্যে এল । সিরিজের নাম 'দ্য রেলওয়ে ম্যান'(The Railway Man) । সিরিজের বিষয় ১৯৮৪ সালের ভোপাল গ্যাস দুর্ঘটনা ((Bhopal Gas Tragedy)। এই ঘটনায় যাঁরা অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়ে নায়ক হয়ে উঠেছিলেন, ভোপাল স্টেশনের সেইসব রেলকর্মীদের শ্রদ্ধা জানাতেই যশ রাজ ফিল্মসের এই উদ্যোগ ।
এই ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আর মাধবন(R. Madhavan), কে কে মেনন(Kay Kay Menon), দিব্যেন্দু শর্মা (Divyenndu Sharma) এবং ইরফান খানের পুত্র বাবিল খান (Babil Khan) ।
ওটিটি প্ল্যাটফর্মের জন্য পাঁচটি বড় প্রজেক্টের পরিকল্পনা রয়েছে যশরাজ ফিল্মসের । এর প্রথমটি হল 'দ্য রেলওয়ে ম্যান' । এই সিরিজের পরিচালক নবাগত শিব রাওয়াইল । মেন্টর আদিত্য চোপড়া ।
আরও পড়ুন, Mir on Ott Platform : মাধবনের সঙ্গে নেটফ্লিক্সের আসন্ন ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন মীর
সাঁইত্রিশ বছর আগের ২ ডিসেম্বর ভোপালের গ্যাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল পাঁচ হাজারের বেশি মানুষের । এই মর্মান্তিক দুর্ঘটনার ফল এখনও ভোগ করে চলেছে পরবর্তী বেশ কয়েকটি প্রজন্ম । তবে সেদিন কিছু রেলকর্মীর জন্য বেঁচেছিল অনেকগুলি প্রাণ । তাঁদের শ্রদ্ধা জানাতেই তৈরি হচ্ছে 'দ্য রেলওয়ে ম্যান' ।