মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সফরের আগেই উত্তেজনা গোয়াতে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্তের পদত্যাগ চেয়ে চাপ বাড়াল তৃণমূল। মঙ্গলবার সকালে গোয়ার রাজ্যপাল শ্রীধরন পিল্লাইয়ের সঙ্গে দেখা করেন তৃণমূলের প্রতিনিধি দল (TMC Delegation Team)। গোয়ায় তৃণমূলের জনসভার ফ্লেক্স-ব্যানার ভেঙে দেওয়া নিয়েও অভিযোগ তুললেন সাংসদ ডেরেক ও ব্রায়েন।
মঙ্গলবার সকালে গোয়ার রাজ্যপাল শ্রীধরন পিল্লাইয়ের সঙ্গে দেখা করতে যান তৃণমূলের প্রতিনিধি দল। দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রী সবন্তকে বরখাস্তের দাবি করে রাজ্যপালের কাছে স্মারকলিপি তুলে দেন লুইজিনহো ফ্যালাইরো, সৌগত রায়রা।
গোয়ার প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক বর্তমান মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্তের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। সেই অস্ত্রকেই ঢাল বানিয়ে গোয়ায় চাপ বাড়াচ্ছে তৃণমূল।
তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি লুইজিনহো ফ্যালাইরো বলেন, আমরা মুখ্যমন্ত্রীর ইস্তফা চেয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিয়েছি। দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে উচ্চপর্যায়ের বিচারবিভাগীয় তদন্ত করাতে হবে।
মঙ্গলবার তৃণমূলের ব্যানার ও ফ্লেক্স ছিড়ে ফেলার ঘটনা নিয়ে টুইট করেন সাংসদ ডেরেক ও ব্রায়েন। বিজেপিকে কটাক্ষ করে বলেন, এই ব্যানার বা ফ্লেক্স ভেঙে রাজ্যের ভেন্ডারদেরই ক্ষতি করা হচ্ছে। বৃহস্পতিবার গোয়া সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।