তামিলনাড়ুর(Tamilnadu) ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় সেনাপ্রধান বিপিন রাওয়াতের(Bipin Rawat) মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড থেকে বলিউড । সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন টলিউডের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে দেব, সৃজিত মুখার্জী ও আরও অনেকে ।
টুইটারে শোকপ্রকাশ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, "ভয়াবহ কপ্টার-দুর্ঘটনায় সস্ত্রীক বিপিন রাওয়াত-সহ ১১ জনের মৃত্যু সত্যিই দুর্ভাগ্যজনক ঘটনা । তাদের পরিবার, বন্ধুদের প্রতি আমার সমবেদনা রইল ।"
শোকপ্রকাশ করেছেন অভিনেতা ও সাংসদ দেব । তিনি টুইটে লেখেন, "কপ্টার-দুর্ঘটনায় সস্ত্রীক বিপিন রাওয়াত-সহ ১১ জনের মৃত্যুতে আমি মর্মাহত । তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল । এটা সত্যিই অপূরণীয় ক্ষতি ।" টুইটারে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন পরিচালক সৃজিত মুখার্জীও ।
অন্যদিকে বলিউডে শোকপ্রকাশ করেছেন সলমন খান, অজয় দেবগন, অনুপম খের, ইয়ামি গৌতমরা । সলমন খান টুইটে লেখেন, "মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং ভারতীয় সশস্ত্রবাহিনীর সদস্যদের মৃত্যুর ঘটনায় আমি শোকাহত । তাঁদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল ।"
অনুপম খের বিপিন রাওয়াতের সঙ্গে একটি ছবি টুইটারে শেয়ার করেছেন এবং লেখেন, "সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং আরও ১১ জন সেনার মৃত্যুর খবর শুনে গভীরভাবে দুঃখিত । জেনারেল রাওয়াতের সঙ্গে বহুবার দেখা করার সৌভাগ্য হয়েছে আমার । দেশের প্রতি ছিল তাঁর গভীর ভালোবাসা ।"
ইয়ামি গৌতম টুইটে লেখেন, "আমাদের দেশের জন্য একটি অত্যন্ত দুঃখজনক দিন । আমাদের গভীর সমবেদনা রইল ।" একইভাবে শোকপ্রকাশ করেছেন করিনা কাপুর, মালাইকা আরোরা, কমল হাসানও ।
বুধবার তামিলনাড়ুর(Tamilnadu) কুন্নুরে নীলগিরি জঙ্গলে আচমকাই ভেঙে পড়ে সেনার হেলিকপ্টার । অগ্নিদগ্ধ, গুরুতর আহত অবস্থায় বিপিন রাওয়াতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হেলিকপ্টারে সওয়ার ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে । এই মৃত ১৩ জনের মধ্যেই রয়েছেন বিপিন রাওয়াত(Bipin Rawat) ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত(Madhulika Rawat)।