টলিউডের শিল্পীদের বলিউডে কাজ করার প্রবনতা নতুন নয়। তবে সেই প্রবনতা এখন যেন একটু বেশিই। টোটা রায় চৌধুরী কাজ করতে চলেছে রণবীর-আলিয়ার সঙ্গে। ছবির নাম ‘রকি অওর রানি কী প্রেম কহানি’। পরিচালনায় করণ জোহর। এর আগে টোটা কাজ করেছেন সুজয় ঘোষ, মধুর ভাণ্ডারকর, প্রদীপ সরকারের সঙ্গে। করণ জোহরের এই ছবিতে রয়েছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজ়মিও।
শোনা গিয়েছে, ছবিতে টোটার চরিত্র বেশ গুরুত্বপূর্ণ। মাসকয়েক আগেই মুক্তি পেয়েছিল ধর্মা প্রোডাকশনসের অ্যান্থলজি ছবি ‘অজীব দস্তানস’। সেখানে ‘অনকহি’ ছবিতে তাঁর কাজ পছন্দ হয়েছিল করণের। তার পরেই নতুন ছবির জন্য অডিশন দেওয়ার ডাক পান টোটা। সেই অডিশনেও খুবই সন্তুষ্ট হয়েছিলেন পরিচালক-প্রযোজক। সেপ্টেম্বর থেকেই ছবির শুট শুরু করবেন টোটা। তবে এ মাসের শেষে মুম্বই যাচ্ছেন এই ছবির ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্য।