রবিবার রাতে বসেছিল ৭৪তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড অর্থাৎ বাফটার আসর। এই পুরস্কারের মঞ্চে সম্মানিত করা হল প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান ও ঋষি কাপুরকে। পুরস্কারের মঞ্চে প্রিয় দুই অভিনেতার মুখ ভেসে উঠতেই আবেগঘন হয়ে পড়েন অনুরাগীরা। সোশ্যাল মিডিয়া উপচে পড়েছে সেই আবেগের বহিঃপ্রকাশে। নিউরোএন্ডোক্রাইন টিউমারের সঙ্গে ২ বছর ধরে লড়াই করে 2020-র ২৯ এপ্রিল শেষ নিশ্বাস ত্যাগ করেন ইরফান খান। এর ঠিক পরদিনই মারণরোগ ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ঋষি কাপুরের। তাঁদের এই অকাল প্রয়াণ ইন্ডাস্ট্রির অন্য তারকাদের পাশাপাশি মেনে নিতে পারেননি অনুরাগীরাও। এছাড়াও বাফটার মঞ্চে শ্রদ্ধার্ঘ বিভাগে সম্মান জানানো হয় জর্জ সেগাল, শন কোনেরি, বারবারা উন্ডসর, চাডউইক বোসম্যান সহ একাধিক হলি তারকাকে।