নিউমোনিয়ায় আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। অসুস্থ অভিনেতাকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে। অভিনেতার সহকারী জানিয়েছেন, আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল নাসিরুদ্দিনের। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ফুসফুসে নিউমোনিয়ার লক্ষণ দেখা গিয়েছে। তার পরেই হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয় পরিবার।অভিনেতার সহকারী এক জাতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘গত দু’দিন ধরেই তিনি পর্যবেক্ষণে রয়েছেন। আপাতত তিনি স্থিতিশীল, চিকিৎসায় সাড়াও দিচ্ছেন।’’