টেবিলে রাখা একটি কেক, আর তার উপরে লেখা ওয়াই-ডি (YD) অর্থাৎ যশ দাশগুপ্ত। তার নিচে লেখা ‘হাজব্যান্ড’, এরপর লেখা ‘ড্যাড’। কেকে লেখা ‘ড্যাড’ শব্দের কারণ সকলেরই জানা। কিছুদিন আগেই বাবা হয়েছেন যশ। নুসরতের সন্তানের বার্থ সার্টিফিকেটে ছিল তাঁরই নাম। আর কেকে লেখা ‘হাজব্যান্ড’ উসকে দিল জল্পনা। সত্যিই কি বিয়ে সেরেছেন যশরত?
১০ অক্টোবর, রবিবার ছিল অভিনেতা যশ দাশগুপ্তের (Yash Dasgupta) জন্মদিন। এদিন ৩৬ বছর পূর্ণ করলেন তিনি। স্বাভাবিকভাবেই শুভেচ্ছায় ভরেছে সোশ্যাল মিডিয়া। রাত বারোটায় ইনস্টা স্টোরিতে যশকে শুভেচ্ছা জানিয়েছেন নুসরত। এরপর রবিবার রাতে একটি কেকের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন তারকা-সাংসদ। আর সেই কেকই প্রশ্ন তুলে দিল, তবে কি চুপিসারেই বিয়ে সেরেছেন যশরত?
নুসরতের সন্তানের জন্মের শংসাপত্রে বাবার জায়গায় দেখা গিয়েছিল দেবাশিস দাশগুপ্ত ওরফে যশের নাম। তারপর থেকেই কমবেশি সকলের মনেই প্রশ্ন ছিল, তবে কি চুপিচুপি বিয়েটাও সেরে ফেলেছেন যশ-নুরসত? এ নিয়ে সরাসরি কোনও দিনই মুখ খোলেননি তাঁরা। তবে কি যশের জন্মদিনে তাঁকে ‘স্বামী’ বলে স্বীকার করে নিয়ে সব জল্পনায় জল ঢেলে দিলেন সাংসদ-অভিনেত্রী নিজেই? প্রশ্নটা কিন্তু রয়েই গেল।