পরপর কয়েকদিন দাম বাড়ার পর ফের নিয়ন্ত্রণে সোনার দর । মঙ্গলবার দাম কমল সোনার । তবে রুপোর দাম বেড়েছে
সোমবারে দাম ছিল অপরিবর্তিত । তবে মঙ্গলবার সামান্য দাম কমল ১৮ ক্যারেট সোনার । এদিন, ১০ গ্রামের দাম ১০ টাকা কমে হয়েছে ৪৯,৬৯০ টাকা
একই হারে কমেছে গহনা সোনার দাম । ২২ ক্যারেট ১০ গ্রামের দাম দাম ৬০,৭৪০ টাকা
পাকা সোনার ১০ গ্রামের দামও ১০ টাকা কমেছে । নতুন দাম হয়েছে ৬৬,২৬০ টাকা
রুপোর দাম বেড়েছে । এক কেজি রুপোর বাটের দাম ৫০০ টাকা বেড়ে হয়েছে ৭৬,১০০ টাকা