Gold-Silver Price Today: চৈত্রের শুরুতেই লাফিয়ে কমল সোনা-রুপোর দাম

By Editorji News Desk
Published on | Mar 22, 2024

২২ ক্যারেট

চৈত্রের শুরুতেই সস্তা হল সোনা। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ৪৫০ টাকা। ফলে সোনার নতুন দাম হয়েছে ৬১ হাজার ৩৫০ টাকা।

Image Credit: ফেসবুক

২৪ ক্যারেট

২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ৪৯০ টাকা। ফলে, এই পরিমাণ সোনার নতুন দাম হয়েছে ৬৬ হাজার ৯৩০ টাকা।

Image Credit: ফেসবুক

১৮ ক্যারেট

১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দর কমেছে ৩৭০ টাকা, নতুন দর ৫০ হাজার ১৯০ টাকা।

Image Credit: ফেসবুক

কমেছে রুপোর দর

সপ্তাহের শেষ দিকে সোনার পাশাপাশি লাফিয়ে কমেছে রুপোর দরও।

Image Credit: ফেসবুক

রুপোর নতুন দর

শুক্রবার কেজি প্রতি রুপোর দর কমেছে ২ হাজার টাকা। নতুন দর হয়েছে ৭৬ হাজার ৫০০ টাকা।

Image Credit: ফেসবুক