রকি অউর রানি কি প্রেম কাহানি, ছবিতে বাঙালি মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন আলিয়া ভাট। ছবিতে মাল্টি কালারের শিফনে সেজেছিলেন অভিনেত্রী, যা এখন ট্রেন্ড
তালি ছবিতে সুস্মিতা সেন একজন কিন্নরের চরিত্রে অভিনয় করেছিলেন। বড় টিপ, সাউথ ইন্ডিয়ান শাড়ি, খোঁপায় তাঁর প্রথম লুক প্রকাশ্যে আসার পরেই হইচই শুরু হয়েছিল
কালা (Qala) ছবিতে স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনয় করেছিলেন তৃপ্তি দিমরির মায়ের চরিত্রে, কালো পোশাকে বিরাট একটি নথ পরেছিলেন স্বস্তিকা।সেই লুক চোখ জুড়িয়েছিল
বছরে বেছে বেছে ছবি করেন দীপিকা, আর যেটিই করেন ট্রেন্ড বলছে তা সুপারহিট হয়। ‘পাঠান’ ছবিতে দীপিকার বিকিনি লুক বেজায় ভাইরাল হয়েছিল সেসময়ে।
হলিউডের বার্বি ছবি মুক্তি পেতেই গোলাপি রঙের আভায় ভেসেছিল চারিদিক। বার্বির সেই লুক ভাইরাল হয়েছিল গোটা বিশ্বে।