7 Best Film Of Soumitra: জন্মদিনে ফিরে দেখা, সৌমিত্রর সেরা সাত সিনেমা

By Editorji News Desk
Published on | Jan 19, 2024

অপুর সংসার

১৯৫৯ সালে মুক্তি পেয়েছিল সত্যজিৎ রায় পরিচালিত অপুর সংসার। সৌমিত্রের আশ্চর্য অভিনয় এখনও চোখে লেগে আছে বাংলা ছবির দর্শকের।

Image Credit: facebook

অশনি সংকেত

সৌমিত্র অভিনীত আরেকটি অসামান্য ছবি অশনি সংকেত। মুক্তি পেয়েছিল ১৯৭৩ সালে। এই ছবিটিরও পরিচালক ছিলেন সত্যজিৎ রায়।

Image Credit: facebook

বসন্ত বিলাপ

১৯৭৩ সালে মুক্তি পেয়েছিল বসন্ত বিলাপ। দীনেন গুপ্তের পরিচালনায়। বক্স অফিস তোলপাড় করা ছবি।

Image Credit: facebook

চারুলতা

১৯৬৪ সালে মুক্তি পেয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত চারুলতা। বাংলা সিনেমার চিরকালীন সম্পদ এই ছবি।

Image Credit: facebook

সোনার কেল্লা

বাঙালি দর্শকের মনের মণিকোঠায় আছেন সোনার কেল্লায় ফেলুদার চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়৷ সত্যজিৎ রায়ের পরিচালনা। ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত।

Image Credit: facebook

কোনি

১৯৮৪ সালে মুক্তি পেয়েছিল কোনি। পরিচালনা সরোজ দে। খিদ্দা চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন সৌমিত্র।

Image Credit: facebook

হীরক রাজার দেশে

১৯৮০ সালে মুক্তি পায় সত্যজিৎ রায় পরিচালিত হীরক রাজার দেশে। শিক্ষকের ভূমিকায় সৌমিত্রের অভিনয় বাংলা ছবির চিরকালীন সম্পদ।

Image Credit: facebook