2023:7 Bolly Stars' Wedding Union :এবছর গাঁটছড়া বাঁধলেন যে ৭ বলি সেলেব

By Editorji News Desk
Published on | Dec 29, 2023

আথিয়া - রাহুল

চলতি বছরের শুরুতেই সুনীল শেট্টির একমাত্র কন্যা আথিয়া শেট্টি গাঁটছড়া বাঁধেন। পাত্র ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ব্যাটসম্যান কেএল রাহুল।

Image Credit: ফেসবুক

স্বরা - ফাহাদ

বলি অভিনেত্রী স্বরা ভাস্বর গত ফেব্রুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদকে। তাঁদের একটি মেয়েও রয়েছে।

Image Credit: ফেসবুক

মাসাবা - সত্যদীপ

চলতি বছরে গাঁটছড়া বাঁধেন বলি অভিনেত্রী নিনা গুপ্তার একমাত্র মেয়ে মাসাবা গুপ্তাও। তাঁর দীর্ঘদিনের প্রেমিক সত্যদীপ মিশ্রার সঙ্গে আইনিভাবে বিয়ে সারেন।

Image Credit: ফেসবুক

আশীষ - রুপালী

চলতি বছরের মে মাসে ৬০ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ে সারেন বর্ষীয়ান অভিনেতা আশীষ বিদ্যার্থী। পাত্রী কলকাতার রূপালি বড়ুয়া।

Image Credit: ফেসবুক

রণদীপ - লিন

চলতি বছরের নভেম্বরে মণিপুরের মডেল লিন লাইশরামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা রণদীপ হুডা। লিনের শহর ইম্ফলে মণিপুরি রীতি মেনেই বিয়ে সারেন তাঁরা।

Image Credit: ফেসবুক

সিড - কিয়ারা

রাজস্থানের জয়সলমেরে সূর্যগড় প্রাসাদে চলতি বছরের ফেব্রুয়ারিতে মালাবদল করে চার হাত এক হয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানির।

Image Credit: ফেসবুক

পরিনীতি - রাঘব

চলতি বছর বিয়ে সেরেছেন বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া। পাত্র জনীতিবিদ রাঘব চন্দ। এই জুটি সাত পাকে বাঁধা পড়েন রাজস্থানের একটি প্যালেসে।

Image Credit: ফেসবুক