চলতি বছরের শুরুতেই সুনীল শেট্টির একমাত্র কন্যা আথিয়া শেট্টি গাঁটছড়া বাঁধেন। পাত্র ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ব্যাটসম্যান কেএল রাহুল।
বলি অভিনেত্রী স্বরা ভাস্বর গত ফেব্রুয়ারি মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদকে। তাঁদের একটি মেয়েও রয়েছে।
চলতি বছরে গাঁটছড়া বাঁধেন বলি অভিনেত্রী নিনা গুপ্তার একমাত্র মেয়ে মাসাবা গুপ্তাও। তাঁর দীর্ঘদিনের প্রেমিক সত্যদীপ মিশ্রার সঙ্গে আইনিভাবে বিয়ে সারেন।
চলতি বছরের মে মাসে ৬০ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ে সারেন বর্ষীয়ান অভিনেতা আশীষ বিদ্যার্থী। পাত্রী কলকাতার রূপালি বড়ুয়া।
চলতি বছরের নভেম্বরে মণিপুরের মডেল লিন লাইশরামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা রণদীপ হুডা। লিনের শহর ইম্ফলে মণিপুরি রীতি মেনেই বিয়ে সারেন তাঁরা।
রাজস্থানের জয়সলমেরে সূর্যগড় প্রাসাদে চলতি বছরের ফেব্রুয়ারিতে মালাবদল করে চার হাত এক হয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানির।
চলতি বছর বিয়ে সেরেছেন বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া। পাত্র জনীতিবিদ রাঘব চন্দ। এই জুটি সাত পাকে বাঁধা পড়েন রাজস্থানের একটি প্যালেসে।