জগদ্ধাত্রীকে টপকে ফের একনম্বরে নিম ফুলের মধু । ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৯.২
দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার জগদ্ধাত্রী । ধারাবাহিক পেয়েছে ৮.৯ নম্বর
ফুলকি-র স্থান তিন নম্বরে । এ সপ্তাহে ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৫
শুরু থেকেই টিআরপি তালিকায় ভাল পজিশনে গীতা এলএলবি । ৭.৯ নম্বর পেয়ে চতুর্থ স্থানে ধারাবাহিক
সদ্য জি বাংলায় শুরু হয়েছে শ্বেতা ভট্টাচার্যের ধারাবাহিক । ইতিমধ্যে পাঁচে জায়গা করে নিল 'কোন গোপনে মন ভেসেছে' । ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৮
ষষ্ঠ স্থানে রয়েছে জি বাংলার আরও এক ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা' । প্রাপ্ত নম্বর ৭.৬
৭ রেটিং নিয়ে সপ্তম স্থানে রয়েছে তোমাদের রাণী ধারাবাহিক