7 Tolly Stars wedding in 2023: এই বছর গাঁটছড়া বাঁধলেন যে সাত টলি সেলেব

By Editorji News Desk
Published on | Dec 30, 2023

রুশা - অনুরণ

চলতি বছরের শুরুতেই অনুরণ রায়চৌধুরীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন রুশা চট্টোপাধ্যায়৷ আপাতত দীর্ঘ ১৩ বছরের অভিনয় জীবনে ইতি টেনে বিদেশে ঘর করছেন অভিনেত্রী।

Image Credit: ফেসবুক

দুর্নিবার-ঐন্দ্রিলা

চলতি বছরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জনসংযোগ আধিকারিক মোহরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন দুর্নিবার সাহা৷ তাঁদের একটি সন্তানও রয়েছে।

Image Credit: ফেসবুক

মিষ্টি- রেমো

দীর্ঘ ১৪ বছর প্রেম করার পর প্রেমিক রেমোর সঙ্গে গাঁটছড়া বাঁধেন টলিপাড়ার অভিনেত্রী মিষ্টি সিং। বিয়েতে হাজির ছিল গোটা টলিপাড়া।

Image Credit: ফেসবুক

শ্রুতি- স্বর্নেন্দু

জুলাইতে গাঁটছড়া বেঁধেছেন টলিপাড়ার জনপ্রিয় কাপল শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার৷

Image Credit: ফেসবুক

পরমব্রত-পিয়া

চলতি বছর নভেম্বরে এক্কেবারে ঘরোয়া ভাবে আইনি বিয়ে সারেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী।

Image Credit: ফেসবুক

সন্দীপ্তা-সৌম্য

ডিসেম্বরে চার হাত এক হয়েছে টলি অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং তাঁর প্রেমিক সৌম্যর। বৈদিক মতে বিয়ে সেরেছেন তাঁরা।

Image Credit: ফেসবুক

দর্শনা-সৌরভ

ডিসেম্বরেই বিয়ে সেরেছেন টলি পাড়ার আরও এক জুটি দর্শনা বণিক এবং সৌরভ দাস। এই জুটির আইবুড়োভাত, বিয়ে এবং রিসেপশন সবেতেই ছিল চোখ ধাঁধানো আয়োজন।

Image Credit: ফেসবুক