চলতি বছরের শুরুতেই অনুরণ রায়চৌধুরীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন রুশা চট্টোপাধ্যায়৷ আপাতত দীর্ঘ ১৩ বছরের অভিনয় জীবনে ইতি টেনে বিদেশে ঘর করছেন অভিনেত্রী।
চলতি বছরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জনসংযোগ আধিকারিক মোহরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন দুর্নিবার সাহা৷ তাঁদের একটি সন্তানও রয়েছে।
দীর্ঘ ১৪ বছর প্রেম করার পর প্রেমিক রেমোর সঙ্গে গাঁটছড়া বাঁধেন টলিপাড়ার অভিনেত্রী মিষ্টি সিং। বিয়েতে হাজির ছিল গোটা টলিপাড়া।
জুলাইতে গাঁটছড়া বেঁধেছেন টলিপাড়ার জনপ্রিয় কাপল শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার৷
চলতি বছর নভেম্বরে এক্কেবারে ঘরোয়া ভাবে আইনি বিয়ে সারেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী।
ডিসেম্বরে চার হাত এক হয়েছে টলি অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং তাঁর প্রেমিক সৌম্যর। বৈদিক মতে বিয়ে সেরেছেন তাঁরা।
ডিসেম্বরেই বিয়ে সেরেছেন টলি পাড়ার আরও এক জুটি দর্শনা বণিক এবং সৌরভ দাস। এই জুটির আইবুড়োভাত, বিয়ে এবং রিসেপশন সবেতেই ছিল চোখ ধাঁধানো আয়োজন।