7 Top Serial In TRP:বেঙ্গল টপার কে? রইল এই সপ্তাহের সেরা সাত ধারাবাহিক

By Editorji News Desk
Published on | Feb 08, 2024

জগদ্ধাত্রী

টিআরপি তালিকায় ফের শীর্ষে জগদ্ধাত্রী। বেঙ্গল টপার এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৫।

Image Credit: ফেসবুক

ফুলকি

মাত্র .২ পেয়ে পিছিয়ে গিয়েছে ফুলকি। দ্বিতীয় স্থানে থাকা ফুলকির প্রাপ্ত নম্বর ৮.৩।

Image Credit: ফেসবুক

গীতা LLB

প্রথম, দ্বিতীয় দুটি স্থানই দখল করেছে জি বাংলা। তালিকার তৃতীয় নম্বরে রয়েছে জলসার ধারাবাহিক গীতা LLB। প্রাপ্ত নম্বর ৮.১।

Image Credit: ফেসবুক

নিম ফুলের মধু

পর্ণা-সৃজনের গল্প রয়েছে তালিকার চতুর্থ নম্বরে। জি বাংলার এই ধারাবাহিকের প্রাপ্ত নিম্বর ৭.৮।

Image Credit: ফেসবুক

অনুরাগের ছোঁয়া

তালিকায় পঞ্চম হয়েছে অনুরাগের ছোঁয়া। প্রাপ্ত নম্বর ৭.৩।

Image Credit: ফেসবুক

কথা

সুস্মিতা আর সাহেবের এই ধারাবাহিক রয়েছে ষষ্ঠ স্থানে রয়েছে। প্রাপ্ত নম্বর ৭.২।

Image Credit: ফেসবুক

কোন গোপনে মন ভেসেছে/সন্ধ্যাতারা

৬.৯ নম্বর পেয়ে সপ্তম স্থান দখল করেছে কোন গোপনে মন ভেসেছে এবং সন্ধ্যাতারা এই দুই ধারাবাহিক।

Image Credit: ফেসবুক