প্রত্যেকবারের মতো চলতি সপ্তাহের টিআরপি চলে এল বৃহস্পতিবার । এবার টিআরপি-তে সেরা ৭ সিরিয়াল কোনগুলো,দেখে নিন
টিআরপি তালিকায় জ্যাস সান্যালকে হারাতে পারছে না কেউ । এবারও টপার । তবে নম্বর কমেছে । ধারাবাহিকের রেটিং ৮.৭
দ্বিতীয় স্থানে চমক দিল গীতা এলএলবি । ফুলকি-র সঙ্গে একই পজিশনে স্টার জলসার ধারাবাহিক । প্রাপ্ত নম্বর ৮.১
চলতি সপ্তাহে তৃতীয় স্থানে উঠে এল পর্ণা । ৭.৮ রেটিং নিয়ে তৃতীয় 'নিম ফুলের মধু'
প্রথম চারে এবারও অনুরাগের ছোঁয়া । সিরিয়াল পেয়েছে ৭.২ নম্বর
পাঁচে উঠে এল নতুন ধারাবাহিক । প্রথমবার টিআরপি তালিকায় কথা । নম্বর ৭.১
ছয় নম্বরে দুই ধারাবাহিক । জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ও স্টার জলসার সন্ধ্যাতারা । প্রাপ্ত নম্বর ৬.৯
ছয় থেকে সাতে নেমে এসেছে শিমূল । ৬.৭ নম্বর পেয়েছে 'কার কাছে কই মনের কথা'